You are currently viewing Unlocking Adventure: The Complete Guide for adventure lover on the Mahindra Thar 2024

Unlocking Adventure: The Complete Guide for adventure lover on the Mahindra Thar 2024

আপনি কি একটি Off roading গাড়ি খুঁজছেন? তাহলে Mahindra Thar আপনার পছন্দের তালিকায় থাকা উচিত। এই পোস্টে আমি Thar সম্পর্কে সমস্ত কিছু জানবো।

Mahindra Thar নামটা শুনলেই মনে হয় চোখের সামনে ভেসে ওঠে উত্তপ্ত মরুভূমি, উঁচু-নিচু রাস্তা, সমুদ্র সৈকত অথবা দুর্গম পাহাড়ি রাস্তা; আর এই সবকিছুকেই যেন পরাজয় করে ফেলে এগিয়ে চলেছে আমাদের Adventure সঙ্গী হয়ে Off Roading গাড়িটি।

What makes Thar so special for adventure?

Mahindra Thar এর ‘Road peasant’ এবং ‘Looks’ youth শুধু নয় সারা ভারতবাসীর মন কেড়েছে। Thar এর powerful engine (ডিজেল ইঞ্জিন 2184 cc এবং 1497 cc, পেট্রল ইঞ্জিন 1997cc) এবং তার অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স (226 mm) হিমালয় পর্বত থেকে মরুভূমি অবদি সমস্ত রকম Adventure এ সাথ দেওয়ার ক্ষমতা রাখে। গাড়িটির boxy এবং muscular looks আজকের youth -এর কাছে thar শুধু একটি গাড়ি নয়, এটি একটি statement. 

Quick OVERVIEW of the Mahindra Thar

AttributeValue
Mileage11.14 To 16.9
Fuel TypeDiesel & Petrol
Engine Displacement1497 cc – 2184 cc
No. of Cylinders4
Max Power (kW @ r/min)87.2 @ 3500 – 112 @ 5000
Max Torque300 Nm – 320 Nm
Seating Capacity4
Transmission TypeAutomatic & Manual
Fuel Tank Capacity (litre)45 – 57 Liters
Body TypeSUV
Ground Clearance Unladen226 mm

Thar Comfort & Convenience: Your Adventure rides made easy

Thar-এর এই সুবিধাগুলি Driving experience & Riding experience সহজ করে তুলবে, Mahindra ‘Comfort & Convenience’ ফিচারস হিসাবে অফার করছে : 

For better your driving experience (আপনার ড্রাইভিং অভিজ্ঞতা আরও ভাল করার জন্য)

  1. Cruise Control (ত্রুজে কন্ট্রোল): দীর্ঘ রাস্তা অতিক্রম করতে, অথবা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতে আর ক্লান্তি অনুভব করতে হবে না।  
  2. Height Adjustable Driver Seat & Tilt-Adjustable Steering Wheel: আপনি আপনার সুবিধা মতো ‘ড্রাইভিং সিট’ এবং ‘স্টিয়ারিং হুইল’ এডজাস্ট করে thar -এর ককপিট এ বসতে পারবেন, যাতে লঙ রাইড এ আপনার ‘Shoulder pain’ সম্মুখীন হতে হবে না। নির্দ্বিধায় Thar -এর Power Enjoy করতে পারবেন। 

এছাড়াও নিচে সমস্ত সুবিধা গুলির তালিকা দিলাম:

1. Seat Upholstery, 2. Tilt Adjustable Steering Wheel, 3. Cruise Control, 4. Steering Mounted Audio & Phone Controls, 5. Tip & Slide Mechanism in Co-Driver Seat, 6. Reclining Mechanism, Adjustable Headrests, 50:50 Split in Rear Seat, 7. Height Adjustable Driver Seat, 8. Centre Roof Lamp, 9. Lockable Glovebox, 10. 12V Accessory Socket, 11. Utility hook in backrest of co-driver seat, 12. Central Locking, 13. Remote Keyless Entry, 14. Rear Demister, 15. Dashboard Grab Handle for Front Passenger, 16. Bottle Holder in Front Doors, 17. Tool Kit Organiser, 18. Illuminated Key Ring, 19. Manual Day-Night IRVM.

Explore Thar: The Stylish Interior

  • Thar এর interior প্রথমবার দেখার পর basic মনে হলেও ডিজাইনটা-টি ‘সাধারণ ও কার্যকরী’ উঁচু ড্যাশবোর্ড, প্রায় সোজা উইন্ডশীল্ড এবং narrow A-পিলার।
  • এছাড়াও Interior ফিচারস আছে : 1. টাচস্ক্রিন অডিও সিস্টেম, 2. লাম্বার সাপোর্ট, 3. ইলেকট্রিক মিরর, 4. height-adjustable driver seat, 5. ক্রুজ কন্ট্রোল (cruise control)
  • Mahindra Thar মেইনটেইন করে old school retro look
Mahindra Thar interior

Thar Safety: Keep your adventure journey safe

Thar আপনার adventure journey জন্য নিরাপদ সঙ্গী। রুক্ষ রাস্তা, অজানা পথ, চ্যালেঞ্জিং পরিবেশ – Thar আপনাকে সব পরিস্থিতিতে নিরাপদে রাখবে।

  • ড্রাইভার এবং সামনের যাত্রী জন্য দুটি এয়ারব্যাগ
  • সিট বেল্ট ওয়ার্নিং: যেটি নিশ্চিত করে যে আপনি এবং আপনার যাত্রীরা সর্বদা সিট বেল্ট পরে থাকবেন। 
  • ওভার স্পিড ওয়ার্নিং: আপনাকে নির্ধারিত স্পিড-এ চলতে সাহায্য করে।
  • বাচ্চাদের সিটের জন্য anchor points: আপনার শিশুকে নিরাপদে রাখার জন্য।
  • ESP (Electronic Stability Program): গাড়ির স্কিডিং রোধ করে। 
  • Thar Global NCAP-এর ক্র্যাশ টেস্টে adult এবং child উভয়ের জন্য চার তারকা রেটিং পেয়েছে। যেটি প্রমাণ করে যে থার একটি নিরাপদ গাড়ি। 

Why should you not consider the Mahindra Thar? 

Thar যদিও প্রতিদ্বন্দ্বীদেড় তুলায় looks এবং popularity দিক থেকে এগিয়ে থাকলেও সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। কারন একই প্রায় একই দামে বাজারে Thar এর বিকল্পে বাজার ভর্তি । 

Off Road উৎসাহী অথবা  Adventure প্রেমী কিংবা SUV প্রেমীদের কাছে থার আকর্ষণীয় হওয়া সত্ত্বেও, Thar এর ভেতরের জায়গাটা ছোট, 2-দরজা, 4-সিট এর সেটআপটি বেশ not practical or inconvenient (ঝামেলাপূর্ণ, অবাস্তব) বলে মনে হয়; বিশেষ করে যারা তাদের পরিবারের জন্য একটি SUV হিসাবে Thar বাড়িতে আনতে চান তাদের জন্য। সামনের সিট ভাঁজ করে, এগিয়ে পেছনের সিট এর যাত্রীকে উঠতে হয়, যা সামনের এবং পিছনের উভয় যাত্রীর জন্য বিরক্তিকর হতে পারে, বিশেষ করে  লংরাইডে (long ride) অথবা Adventure ট্যুরে। এমনকি বসার সময়ও, পিছনের সিটগুলিতে বসেথাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না; হেড এবং লেগ রুম যথেষ্ট পরিমানে নেই। চারজন যাত্রীর জন্যে boot space হতাশজনক। 

নিঃসন্দেহে, Mahindra Thar অসাধারণ Off Road  দক্ষ গাড়ি। যদি আমরা একই প্রাইজ ব্যাকেটের (price bracket) মধ্যে অন্যান্য compact SUVs সাথে তুলনা করি; তবে, Thar -এর সাসপেনশন (suspension) খুবই stiff (শক্ত) তাই যে কোন স্পিডে ঝাঁকুনি অনুভব হয়। 

Onboard features অন-বোর্ড ফিচারগুলিতেও Thar -এর ইমপ্রুভমেন্ট (improvement) করার দরকার আছে। যদিও Thar ক্রুজ কন্ট্রোল, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, স্টিয়ারিং কন্ট্রোল ইত্যাদি আমাদেরকে অফার করছে, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ এতে অনুপস্থিত অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল (automatic climate control), রেয়ার পার্কিং ক্যামেরা (rear parking camera), হেডলাইট ওয়াসার (headlight washers), এলইডি হেড ল্যাব (LED headlamps) ইত্যাদি।  এই সবই Thar -এর সাম্প্রতিক rival ‘Maruti Suzuki Jimny’ অফার করছে। 

Why should you consider the Mahindra Thar?

Mahindra Thar ভারতের অন্যতম জনপ্রিয় SUV গাড়ি, তার অতুলনীয় Off-Road ক্ষমতা এবং আকর্ষণীয় ডিজাইন জন্য। এটি একটি প্রপার Off-Road SUV হলেও কিন্তু তার দুর্দান্ত লুক্সের জন্য দৈনন্দিন জীবনে অর্থাৎ অফিস যাওয়া, রোড ট্রিপ, প্রভৃতি কাজের জন্য Mahindra Thar -কে মানুষ  commuter SUV  হিসাবে ব্যবহার করছে; এবং commuter SUV  Thar যথেষ্ট পারদর্শী। এর সত্তা ‘রিয়ার উইল ড্রাইভ’ ভার্সনটি Thar -কে অনেক মানুষের হাতের মুঠোয় করে দিয়েছে।

লুক্স এর দিকথেকে Mahindra Thar হেডলাইট থেকে টেইললাইট অবদি সবই খুব সুন্দর। এর ওল্ড স্কুল রেট্র লুক (Old school retro look) Thar এর প্রতিযোগী ফোর্স গুরখা,  মারুতি জিমনি (Force Gurkha and Maruti Suzuki Jimny) এদেরকে হার মানাবে। টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং কন্ট্রোল, কানেক্টেড কার টেকনোলজি, কিলেস এন্ট্রি সহ আধুনিক সুবিধার পাশাপাশি অফ-রোড অভিজ্ঞতাকে আরও সন্তুষ্ট জনক করে তোলে। এই গাড়ির রাগেড পার্সোনালিটি (Rugged personality) এবং Aggressive look চোখ দুটিকে সন্তুষ্ট করে। এছাড়াও Thar Off-road Oriented ফিচারস অফার করে  তাদের মধ্যে হল রুফ-মাউন্টেড স্পিকার, রিমুভাল ডোর, ওয়াসেবেল ইন্টেরিয়ার্স, ওয়াসেবেল ফ্লোর। Thar এই লুক্সের এবং অবিশ্বাস্য Off-Roading ক্ষমতার জন্য জন্য ভারতীয় Youth -দের মাঝে একটি জনপ্রিয় গাড়ি।

যখন  Off-Roading পারফরম্যান্সের কথা আসে, Mahindra Thar -এর জুড়ি মেলা ভার।  প্রতিযোগী ফোর্স গুরখা, মারুতি জিমনি (Force Gurkha and Maruti Suzuki Jimny) তুলনায়, মাহিন্দ্রা থার অ্যাপ্রোচ অ্যাঙ্গেল (41.2 mm) এবং ব্রেক-ওভার অ্যাঙ্গেল (26.2mm) অফার করে, যা SUV -টিকে কোনো সমস্যা ছাড়াই যেকোনো কঠিন পরিস্থিতিতে ড্রাইভিং করতে সাহায্য করে। কোনো স্নোরকেল (snorkel) ছাড়াই গাড়িটি 600 mm গভীর জলে চলাচল করতে সক্ষম, যা প্রতিযোগীদের থেকে  Mahindra Thar কে এগিয়ে রাখে এবং Off-roading এ সাহায্য করে। এইসব কারণে Mahindra Thar বেস্ট ভারতীয় বাজারে Off-Roading SUV গাড়ি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

সামগ্রিকভাবে, Mahindra Thar অফার করে দারুন রাইট কোয়ালিটি এবং ড্রাইভিং এক্সপেরিয়েন্স সেটি Off-Road বা On-road; তাই এই গাড়িটি সমস্ত ক্রেতার জন্য একটি আকর্ষণীয় গাড়ি। 

Mahindra Thar: Dive Deep into Dimensions, Engines, & Transmission Options

Mahindra Thar Engines and Transmission

Engine2L Turbo Petrol2.2L Diesel1.5L Diesel
Transmission6-speed Manual6-speed Torque Convertor Automatic6-speed Manual6-speed Torque Convertor Automatic6-speed Manual
Power150 PS130 PS118 PS
Torque320 Nm300 Nm300 Nm

Mahindra Thar Dimensions

Length3985 mm
Width1820 mm
Height1855 mm
Wheelbase2450 mm
Ground Clearance226 mm

Mahindra Thar : Colour Options

Thar পাঁচটি কালারে আসে Everest White, Aquamarine, Red Rage, Napoli Black, and Galaxy Grey.

Thar Price in Kolkata

Mahindra Thar একটি বড় প্রাইস রেঞ্জে আসে তাদের মধ্যে আছে 19 টি variants যে গুলির মধ্যে আছে hard top এবং soft top convertible variant; kolkata তে Ex-Showroom দাম (price) শুরু হয় 11.25 লক্ষ থেকে এবং শেষ হয় 17.60 লক্ষ অব্দি। 

Summary

আপনি যদি একজন adventure লাভার (Lover) হয়ে থাকেন এবং যদি Off-roading পছন্দ করে থাকেন তবে Thar আপনার জন্য একটি পারফেক্ট গাড়ি। শুধু তাই নয় Thar দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য একটি পারফেক্ট গাড়ি যেমন – অফিস যাওয়া, লং ড্রাইভ (long drive) ইত্যাদি। Thar যে মাচো লুক্স -এর (Macho looks) প্রেমি  শুধু ভারতবাসী নয় ভারতের বাইরেও সবাই । আজকের দিনের ধার একটি গাড়ি নয় একটা status বলতে পারেন বা কারোর কাছে সেন্স অফ এচিভমেন্ট (Sense of achievement)। যদি আপনাদের বাজেট থাকে এবং Adventure, Off-roading এই ধরনের জিনিস গুলো ভালোবেসে থাকেন তবে অবশ্যই আপনারা Thar সাথে যেতে পারেন। 

FAQs – Frequently Asked Questions

Mahindra Thar এ কটি Airbag আছে?

Mahindra Thar এর Top মডেলে দুইটি airbags আছে।

Mahindra Thar-এ কি Sunroof আছে?

না, Mahindra Thar -এ কোন Sunroof নেই।

Mahindra Thar -এর mileage (মাইলেজ) কত?

Mahindra Thar এর Mileage ARAI মতে 13 to 15.2 KM/L এবং Manual Petrol engine এর mileage 15.2KM/L