You are currently viewing Detailed specifications of the TVS Ntorq 125 in Bengali 2024

Detailed specifications of the TVS Ntorq 125 in Bengali 2024

TVS Ntorq 125 একটি innovative স্কুটার যেটি নবীন থেকে প্রবীণ সবাইকে আকর্ষণ করেছে। এই স্কুটারে আছে 125cc ইঞ্জিন যেটি আমাদেরকে দারুন পারফরমেন্স এবং সুন্দর মাইলেজ এর মধ্যেদিয়ে মুগ্ধ করেছে । বিভিন্ন কালারের স্কুটারটি বাজারে বিক্রি হচ্ছে,বর্তমানে এটি বাজারের স্টাইলিস্ট স্কুটারে তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে। এই স্কুটারটি আসে LED headlamp, Digital instrument cluster এবং Bluetooth connectivity সাথে যেটি স্কুটারটিকে স্টাইলিস্ট এবং স্মার্ট দুটোই করে তুলেছে। এটি রাইডারদের জন্য একটি আদর্শ স্কুটার। 

TVS NTORQ OVERVIEW

SpecificationDetails
Engine3 Valve, 124cc BS6-compliant, Single Cylinder, Air Cooled Fuel-Injected Engine
Mileage54.33 kmpl
Displacement124.8 cc
Max Power9.25 bhp @ 7000 rpm
Max Torque10.5 Nm @ 5500 rpm
Braking TypeSynchronized Braking Technology
Instrument ClusterFully Digital Instrument Cluster with Multiple Features
ConnectivityBluetooth Connectivity With SmartXonnect
USB PortYes, for Charging
BrakesFront: Drum (Base Variant), Front: Disc (Top Variant), Rear: Drum
Ground Clearance155mm

TVS Ntorq 125 comes in five variations

  • TVS Ntorq 125
  • TVS Ntorq 125 Race Edition
  • TVS Ntorq 125 Super Squad Edition
  • TVS Ntorq 125 Race XP
  • TVS Ntorq 125 Race XT
TVS Ntorq 125 instrument cluster

TVS Ntorq 125

Ntorq আসে diamond-cut alloy wheel এর সাথে। এই স্কুটারে আছে Sporty দেখতে exhaust system এবং সাথে Digital instrument cluster, স্কুটারে এ ছাড়াও আছে fuel alarm. এই স্কুটারের শক্তিশালী 3-valve, 124cc engine স্কুটারটিকে দ্রুত এবং আরামদায়ক করে তুলেছে।  0 থেকে 60 kmph পৌঁছাতে স্কুটারটির সময় লাগে 10 সেকেন্ড। 

TVS Ntorq 125 Race Edition

Ntorq 125 Race Edition আসে bold এবং heavy-looking tyres এর সাথে, যেটি স্কুটার টিকেদেয় Sporty এবং Bold look. এই স্কুটারে আছে স্মার্টফোনের মত দেখতে speedometer যেটি পুরোটাই ডিজিটাল। আপনি আপনাদের স্মার্টফোন ব্লুটুথ এর মাধ্যমে এই স্কুটার সাথে যুক্ত করতে পারবেন। সিটের তলায় যথেষ্ঠ জায়গা রয়েছে, আপনাদের হেলমেট অথবা জিনিসপত্র রাখার জন্য।

TVS Ntorq 125 Head light

TVS Ntorq 125 Super Squad Edition

TVS Ntorq 125 Super Squad Edition তৈরি করা হয়েছে Marvel ভক্তদের কথা মাথায় রেখে। এই Editon -টি লঞ্চ হয়েছিল 2020 সালে, এই স্কুটারের কালার এবং গ্রাফিক্স  মার্ভেল সুপারহিরো দেরথেকে অনুপ্রাণিত হয়েছে। এই স্কুটারের পাওয়ারফুল ইঞ্জিন আমাদেরকে আরামদায়ক journey প্রোভাইড করে। Boot Space মধ্যে থাকা  USB charger যেকোনো পরিস্থিতিতে আমাদের মোবাইল চার্জ করতে সাহায্য করে। 

TVS Ntorq 125 Race XP

যারা Power, speed ভালবাসে তাদের কথা মাথায় রেখে Ntorq Race XP তৈরি করা হয়েছে।  XP কথার অর্থ extra power. এই version এর উল্লেখযোগ্য একটি feature voice assist function. এই fuature থাকলে আপনি আপনার  স্কুটারকে voice -এর দ্বারা কন্ট্রোল করতে পারবেন। এই স্কুটারের sporty red alloy wheels স্কুটারটিকে খুব attractive করেছে। এই স্কুটারের বিভিন্ন rides modes ‘Street mode’, ‘Race mode’, ‘Ride stats mode’ ইত্যাদি যেটি riding experience সুন্দর করে তোলে।

TVS Ntorq 125 Race XT

TVS Ntorq 125 Race XT সবথেকে  latest edition, এতে আছে সবথেকে upgraded Instrument Cluster. এই Instrument Cluster টি দেখতে অন্য edition থেকে আলাদা। যেটিতে আমরা দেখতে পারি  social media notifications, e-commerce notification, food delivery notifications ইত্যাদি।  এছাড়াও আমরা এই Instrument Cluster মাধ্যমে জানতে পারি আমাদের স্কুটার কোথায় parked করা আছে এবং স্কুটারএর current location.

Ntorq XT Instrument cluster

TVS Ntorq 125 Colors

ModelAvailable Colors
Ntorq 125Matte Red, Metallic Red, Metallic Blue, Metallic Gray
Ntorq Race EditionRace Edition Red, Race Edition Yellow
Ntorq Super SquadExcellent Red, Lightning Gray, Combat Blue, Stealth Black
Ntorq XPRed, Black, Neon
Ntorq XTRed, Black, Neon

TVS Ntorq EX-Showroom price in West Bengal, Kolkata

ModelEx-Showroom Price (₹)
Drum86,059
Disc91,164
Race Edition95,214
Super Squad Edition97,214
Race XP98,814
XT1,06,714

TVS Ntorq Mileage & Tank Capacity

Ntorq এর fuel tank capacity 5.8 L, ARAI এর মতে TVS Ntorq এর Mileage 54.33 kmpl.

Leg Space on TVS Ntorq

TVS Ntorq এ যথেষ্ট পা রাখার জায়গা আছে, Long ride আপনারা comfortably করতে পারবেন। 

Is the TVS Ntorq right for you?

যদি আপনারা Power, Speed পছন্দ করেন এই স্কুটারটি তাহলে আপনাদের জন্য পারফেক্ট একটি স্কুটার। এটি কোন Gender-specific স্কুটার নয় ছেলে মেয়ে প্রত্যেকেই এই স্কুটারটি চালাতে পারে।

Find out how much comfort Ntorq 125 provides

Comfort মামলায় Ntorq 125 provide করছে 

  • Telescopic suspension: খারাপ রাস্তায় মসৃন ভাবে স্কুটারটি চালানোর জন্য TVS TVS company ফিট করেছে Telescopic suspension.
  • Least Turning Radius:  এই কথাটির অর্থ হল, স্কুটারটি খুব অল্প জায়গায় ঘুরে যায়। জনবহুল পরিস্থিতিতে খুব সহজেই স্কুটারটি চালানো যায়।
  • Double Stiched Hysteresis Seat: এই কথাটির অর্থ হল এই স্কুটারের সিট Shocks absorb-এ সক্ষম। এই ফিচারটি থাকার কারণে অনেকক্ষন স্কুটারটি চালালে ক্লান্তি ভাব আসে না, এবং একটি আরামদায়ক Riding experience পাওয়া যায়। 
  • Patented EZ Centre Stands: এই স্কুটারটিতে এই ধরনের স্ট্যান্ড থাকার কারণে স্কুটারটিকে খুব সহজেই পার্ক করা যায়। 

Ntorq 125 Safety feature

Rider কে সুরক্ষিত করার জন্য Safety feature  হিসাবে দিচ্ছে 

  • 220 mm disc brakes
  • parking brakes

FAQs – Frequently Asked Questions

TVS Ntorq কি Honda Activa থেকে ভালো ?

Power এর দিক থেকে চিন্তা করতে গেলে Ntorq বেশি Powerfull, কিন্তু Mileage এর দিক থেকে ‘Honda Activa’ ‘TVS Ntorq’ থেকে এগিয়ে।

NTORQ এর Body কি metal এর?

Ntorq এর body fibre এর। যেটির আছে অনেক সুবিধা যেমন – easy to clean, easy to handling, rust proof, extra mileage etc.